কুষ্টিয়ায় রাতের আঁধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা।
আজ বুধবার দুপুরে শহরের বকুলতলায় বঙ্গবন্ধু ম্যুরালের পাশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড যশোরের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন ভাস্কর্যের বিরোধিতা করে জনগণের হৃদয় থেকে বঙ্গবন্ধুকে দূরে রাখা যাবে না। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এসময় তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাংলাদেশ লিবারেশন ফোর্স বাহিনীর বৃহত্তর যশোরের ডেপুটি প্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির, সাবেক জেলা কমান্ডার আ হ ম মুযহারুল ইসলাম মন্টু, সাবেক কমান্ডার রাজেক আহম্মেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর