‘পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২০ উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদী মিলি। মেলায় সদর উপজেলার ১৮টি স্কুল ও কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, বিজ্ঞান মেলার মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদেরকে বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে গড়ে উঠবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ