বরগুনায় খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৯ টায় প্রেসক্লাব চত্তরে আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচীতে বিভিন্ন সরকারী-বে-সরকারী, কর্মকর্তা,বিভিন্ন পেশার নাগরিকরা অংশগ্রহণ করেন।
'ধ্রুবতারা' জেলা সভাপতি রাসেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত গণস্বাক্ষর কর্মসূচিতে সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, পৌর মেয়র শাহাদাত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার, সাংবাদিক ও পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মো. হাসানুর রহমান ঝন্টু, নাগরিক অধিকার কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, সহ জনপ্রতিধি, ব্যবসায়ী, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
গণস্বাক্ষরতা অভিযান পরিচালনা করেন, ধ্রুবতার জেলা সম্পাদক রাব্বী আহমেদ, মেহেদি হাসান, ইসমত জাহান, তাসনিয়া হাসান অর্পিতা, মাসুম বিল্লাহ প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল