কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সামাবেশ অনুষ্ঠিত হয়। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের আয়োজনে এই সমাবেশ হয়।
উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নাঙ্গলকোট রেলস্টেশনস্থ উপজেলা ছাত্রলীগ কার্যালয় থেকে শুরু হয়ে পৌর বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলা লোটাস চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমন তার বক্তব্যে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার তীব্র ও নিন্দা প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অন্যথায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল