চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সরবরাহকৃত পানিতে দু’দিন ধরে ছোট ছোট পোকা আসছে। এতে করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকেই।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল থেকে সরবরাহকৃত পানিতে ছোট ছোট পোকা পাওয়া যাচ্ছে। সকালে বিষয়টি শহরের ঝিলিম রোড এলাকার তোফিকুল ইসলাম নামে এক শিক্ষক প্রথমে লক্ষ করে আশপাশের লোকজনকে জানালে বিষয়টি অনেকেরই নজরে আসে। দুপুরেও অনেকের বাড়ির পানিতে পোকা পাওয়া যায়। এতে করে অনেকেই আতংকিত হয়ে গতকাল থেকে পানির ব্যবহার ও পান করা থেকে বিরত রয়েছেন। এ নিয়ে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, এমনিতেই অনেকেই পৌরসভার সরবরাকৃত পানি পান করা ছেড়ে দিয়েছেন। তারপরও ব্যবহারের পানিতে পোকা পাওয়ার বিষয়টি উদ্বেগজনক।
আবার অনেকেই অভিযোগ করে বলেন, পানির মিটার বসিয়ে পানির বিল বৃদ্ধি করা হলেও সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসী। বিষয়টি পৌর মেয়রকে জানানোর পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পানি বিভাগের লোকজন এসে শহরের ঝিলিম রোড মহল্লার বিভিন্ন বাড়িতে যান। এসময় তাদের পোকার কথা বলা হলে তা তারা মানতে রাজি না হয়ে পানির পাইপে লিকেজ আছে বলে দাবি করেন এবং আবার পোকা পাওয়া গেলে তাদের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়ে ফিরে যান।
এদিকে আজ বুধবার দুপুরে আবারও পানিতে পোকা পাওয়া গেলে পৌর কর্তৃপক্ষ এসে পোকাসহ পানি সংগ্রহ করে নিয়ে যান। এব্যাপারে পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পৌরসভার পানির পাইপে কোন ত্রুটি নেই। তবে কারও বাড়ির পাইপে লিকেজ থাকতে পারে। এজন্যই পানিতে পোকা আসছে বলে তিনি দাবি করেন।
বিডি প্রতিদিন/হিমেল