আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২০ উপলক্ষে বরগুনায় স্থানীয়ভাবে ৫ নারীকে সম্মানিত করা হয়েছে।
জয়িতা সম্মাননাপ্রাপ্তরা হচ্ছেন শিক্ষা ও চাকরি ক্ষেত্রে নুরজাহান বেগম, সফল জননী রহিমা বেগম, আর্থিক সফলতায় দোলন মিত্র, সমাজ উন্নয়ন ও সামাজিক নেতৃত্বে মনিরা বেগম এবং বৈষম্য ও নির্যাতন উপেক্ষা করে সফল জেলে লাইলী বেগম।
মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন্নাহার মুন্নির সভাপতিত্বে অনুষ্টিত সভায় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ প্রধান অতিথি ছিলেন। আলোচনায় অংশ গ্রহন মুক্তিযোদ্ধা আঃ রশিদ, আঃ মোতালেব মৃধা, পৌর মেয়র শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশ্রাফুল আলম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা, নারী নেত্রী হোসনেয়ারা হাঁসি, পুলিশ ভিকটিম সাপোর্ট সেন্টার কর্মকর্তা এসআই জান্নাতী আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।
বিডি প্রতিদিন/ফারজানা