‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জতিয়া সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফলতা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা, সমাজ উন্নয়ন অসামান্য অবদান রাখায় ১০ নারীকে জয়িতা সম্মাননা প্রদাণ করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ