ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাজাকারের নাম বাদ দিয়ে একজন মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা চম্পকনগর বাজার সড়কে উপজেলার মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন (অবসরপ্রাপ্ত) তারা মিয়া, সাবেক কমান্ডার ফরিদ আহমেদ ভূঁইয়া, মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান ভূঁইয়া, বিজয়নগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ, চম্পকনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোবেল চৌধুরী।
এ সময় বক্তারা উপজেলার ইছাপুরা উত্তর ইউনিয়নের খাদুরাইল সড়ক রাজাকার দেলোয়ার হোসেনের পরিবর্তে কোনো মুক্তিযোদ্ধার নামে নামকরণ করার দাবি জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর