“কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি”-এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আর্ন্তজাতিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উত্তম কুমার দাস ও দিবা মল্লিকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার, ওসি (তদন্ত) কবির হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস। অনুষ্ঠানে ক্যাটাগরিতে ৫ জন নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেয়া হয়। এসময় সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ