কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বুধবার প্রেসক্লাবের সামনে যুব মহিলা লীগ দিনাজপুর জেলা শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদা বেগম মুক্তা, জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি আন্না অধিকারী, সাংগঠনিক সম্পাদক তাজমুন নাহার ছন্দা, শহর যুব মহিলা লীগের আহবায়ক মলিভিয়া পারলিন, যুগ্ম আহবায়ক তিথি দে প্রমুখ।
অপরদিকে, দিনাজপুরে মানববন্ধন পালন করেছে শহর আওয়ামী লীগ। বুধবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখে দিনাজপুর শহর আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, সভাপতিত্বে সহ-সভাপতি আশিষ কুমার ব্যানার্জি বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক জহির খান, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কুমার দে, সাংগঠনিক সম্পাদক এড. শামীম আলম সরকার বাবু, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সারোয়ার আহমেদ বাবু প্রমুখ। এছাড়াও শহর আওয়ামী লীগের মানববন্ধনে অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম সোহাগ। এ সময় ১২টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন মহল্লা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার