দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল চালুর দাবিতে আখ চাষি ও শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে। এ সময় তারা চিনিকলে আখ মাড়াই বন্ধের প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেয়।
বুধবার সকাল ১০টায় সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়ন, আখচাষী সমিতির হাজারও মানুষ চিনিকলের মূল ফটক হতে বিক্ষোভ মিছিল করে এবং বিক্ষোভ শেষে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দেশের ৬টি চিনিকলে আখ মাড়াইয়ের অনুমতিসহ ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়ন ও আখচাষী সমিতির স্মারকলিপি প্রদানকালে চিনিকল আখচাষী সমিতির সভাপতি ও চিনিকল রক্ষা কমিটির আহবায়ক মো. ফয়জুল আলম চৌধুরী বাবলু, শ্রমিক ইউনিয়নের সভাপতি ও চিনিকল রক্ষা কমিটির সদস্য সচীব প্রশান্ত কুমার চৌহানসহ সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন