বেগম রোকেয়া দিবস উপলক্ষে মেহেরপুরে জেলা পর্যায়ে ৫ জয়িতাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সংবর্ধনা অুনষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনাপ্রাপ্ত জয়িতারা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী গাংনী কলেজ পাড়ার ওমর ফারুকের স্ত্রী তানিয়া পারভিন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বিদ্যাধরপুর গ্রামের আবু সাদাত সায়েমের স্ত্রী আফরোজা খাতুন, সফল জননী হিসেবে বাদিয়াপাড়ার শওকত আলীর স্ত্রী ফরিদা ইয়াসমিন, উদ্যমী নারী হিসেবে ভাটপাড়ার মৃত রিয়াজ উদ্দিনের মেয়ে রাফিয়া খাতুন ও সমাজ উন্নয়নে অবদান রাখা যাদবপুর গ্রামের সোহেল রেজার স্ত্রী দিলারা পারভীন।
জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন ও সদর মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম।
বিডি প্রতিদিন/এমআই