ফরিদপুরের বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। বুধবার দুপুরে পৌরসদরের চৌরাস্তায় মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পৌরসদরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
মানবন্ধনে ফরিদপুর জেলা ছাত্রলীগের সদস্য সোহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ আছাদ, সহসভাপতি রাতুল খান, উপজেলা যুবলীগের সদস্য মো. রুবেল শিকদার, বোয়ালমারী পৌর ছাত্রলীগ নেতা সৈয়দ মর্তুজা তমাল, মাহাদি রাজিব, রইচ উদ্দিন, এরফান মুকুল, রায়হান আজিজ ওমান প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন