নওগাঁয় বিপুল পরিমাণ মাদকসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। মঙ্গলবার রাত ১০টার দিকে নওগাঁর বদলগাছি উপজেলার গন্ধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চকবিলা গ্রামের বাসিন্দা মাহবুবুল আলম (৩৮) ও পশ্চিম মাতাপুর গ্রামের লিটন হোসেন (৩০)।
বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে গন্ধবপুর এলাকায় অভিযান চালিয়ে ৮৮৬ পিস ইয়াবা, সাড়ে ১৮ গ্রাম হেরোইন, ৩৭ বোতল ভারতীয় ফেনসিডিল, ১৪০ পিস বুপ্রেনোরফিন ইঞ্জেকশন ও একটি মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে হিলি ও পাঁচবিবি সীমান্ত এলাকা হতে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রি করে আসছিল।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এমআই