জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার প্রতিবাদে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, ওসি মোহাম্মদ নুরুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, পল্লী বিদ্যুতের ডিজিএম সানোয়ার হোসেন, প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, এ্যাড কোরবান আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার