বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনার গ্রামে মুন্নী আক্তার (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১১টায় দিকে তার লাশ উদ্ধার করে মেট্রোপলিটনের বন্দর থানা পুলিশ। মুন্নী ওই এলাকার ভ্যানচালক হেলাল হাওলাদারের মেয়ে এবং দিনার গার্লস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তবে মুন্নির মরদেহ ঝুলন্ত থাকলেও তার পা মাটির সাথে লাগোয়া ছিল বলে অভিযোগ পরিবারের। তাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখার সন্দেহ করছেন তারা।
স্থানীয় ইউপি সদস মো. আল আমিন জানান, নিহতের বাবা ভ্যান চালায় এবং তার মা নগরীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে। এ কারণে ঘরে কেউ ছিল না। রাতে মুন্নীর মা ঘরে ফেরার পর তার মেয়েকে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি ডাক চিৎকার দিলে স্থানীয়রা মুন্নীর মরদেহ দেখে পুলিশকে অবহিত করে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরিবারের সন্দেহ মুন্নীকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনা শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে মুন্নীর মৃত্যুর কারণ। সে অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার