নাটোর জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সাংসদ মো. মজিবুর রহমান সেন্টুকে আহবায়ক ও জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. সোহেল রানাকে সদস্য সচিব করে জেলা জাতীয় পার্টির ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে শহরের কানাইখালীতে জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে আহবায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সাংসদ মো. মজিবুর রহমান সেন্টু, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. সোহেল রানা, যুগ্ম আহবায়ক আবুল কাসেম সরকার, সদস্য আলাউদ্দিন মৃধা, সামসুল হক ভুঁইয়া প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এক আদেশে দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে এবং পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সুপারিশে অধ্যাপক মো. আলাউদ্দিন মৃধাকে আহ্বায়ক এবং আরও ৮ জনকে যুগ্ম আহ্বায়ক করে ৫১ (একান্ন) সদস্য বিশিষ্ট নাটোর জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। মূলত কেন্দ্রীয় ভাবে অনুমোদিত কমিটি প্রত্যাখান করে এই কমিটি ঘোষণা দেন সাবেক সাংসদ সেন্টুর পক্ষের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার