জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার জেলা শহরের সাতমাথায় অনুষ্ঠিত মানবন্ধনে সভাপতিত্ব করেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মো. মাসুদুর রহমান মিলন সিআইপি।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বগুড়া চেম্বারের সাবেক পরিচালক আলহাজ্ব মো. আব্দুল খালেক বাবলু, জলেশ্বরীতলা ব্যবসা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ্যাডোনিস বাবু তালুকদার, পাক্যুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী শান্ত, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মাহমুদুল আলম নয়ন। এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ভাস্কর্য অবমাননার তীব্র প্রতিবাদ জানান।
বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বারের সহ-সভাপতি আলহাজ্ব মো. এনামুল হক দুলাল, পরিচালক মো. হাসান আলী আলাল। মানববন্ধন সঞ্চালন করেন বগুড়া চেম্বারের সহ-সভাপতি মো. মাফুজুল ইসলাম রাজ।
বিডি প্রতিদিন/এ মজুমদার