ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর এলাকার ‘সাতৈর ন্যাশনাল অটো ব্রিকস লিমিটেড’ নামে একটি ইটভাটাকে ৩৫ লাখ টাকা জরিমানা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। বিদ্যুৎ বিল কমের উদ্দেশ্যে অবৈধভাবে মিটার টেম্পারিং করায় এই জরিমানা করা হয়েছে।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের ‘সাতৈর ন্যাশনাল অটো ব্রিকস লিমিটেড’ দীর্ঘদিন বিদ্যুতের মিটার টেম্পারিং করে কাজ করছিল; যাতে বিদ্যুৎ বিল কম আসে। বিষয়টি গত ৩ ডিসেম্বর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের নজরে আসে। এরপর মিটার পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয় এবং তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। মিটার পরীক্ষা করে টেম্পারিং করার বিষয়টি প্রমাণিত হওয়ায় গত ৮ ডিসেম্বর ওই ‘সাতৈর ন্যাশনাল অটো ব্রিকস লিমিটেড’ কে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ৩৫ লাখ টাকা জরিমানার নোটিশ প্রদান করে। ন্যাশনাল ব্রিকস লিমিটেড জরিমানার কিছু টাকা পরিশোধ করেছে। বাকি টাকা কিস্তিতে পরিশোধ করবে বলে জানা গেছে।
জরিমানা বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) আবুল হাসান মোবাইল ফোনে বলেন, সাতৈর ন্যাশনাল অটো ব্রিকস লিটিটেড নামে একটি ইটভাটা মিটার টেম্পারিং করে অবৈধ পথে বিদ্যুৎ চালাছিল। পরীক্ষা-নিরীক্ষা করে প্রমাণিত হওয়ায় এ জরিমানা করা হয়েছে। কিছু টাকা নগদ পরিশোধ করেছে। বাকি টাকা কিস্তিতে দেওয়ার সিন্ধান্ত হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ