পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ। প্রচন্ড ঠান্ডায় কাঁপছে এই জেলা। গত কয়েকদিন থেকেই সূর্য দেখা যায় না। বরফের মতো ঠান্ডা পানি। পানি খেতে হচ্ছে গরম করে। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অফিস আদালতে সময় মতো পৌঁছাতে পারছেন না কর্মজীবী মানুষ । অন্যদিকে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। প্রচন্ড ঠান্ডায় হাত পা জড়ো হয়ে আসছে। প্রান্তিক এলাকার বয়স্ক মানুষেরা সারাদিন আগুনের উত্তাপ নিয়ে দিন কাটাচ্ছেন।
ভাল নেই পশু পাখিরাও। বিশেষ করে এই জেলার শিশুরা শীতের ভোগান্তিতে পড়েছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে বর্তমানে হালকা শৈত্যপ্রবাহ চলছে। আগামী ১৬ ডিসেম্বরের পড়ে এই শৈত্যপ্রবাহ আরও তীব্র আকার ধারন করবে। সোমবার পঞ্চগড়ে তাপমাত্রা বিরাজ করছে ১৫ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।
বিডি প্রতিদিন/হিমেল