ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বরিশালে পৃথক মানববন্ধন

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এবং জাতির জনকের সম্মান অক্ষুণ্ণ রাখার দাবিতে বরিশালে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাসমাশিসের আঞ্চলিক কমিটির সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, বরিশাল জেলা স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন সহ অন্যান্যরা।এদিকে একই দাবিতে আজ সকাল সাড়ে ১০টায় একই স্থানে মানববন্ধন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সেক্টর কমান্ডার্স ফোরাম ও মুক্তিযুদ্ধ ৭১। মানববন্ধনে বক্তব্য রাখেন শেখ কুতুব উদ্দিন আহম্মেদ ও প্রদীপ কুমার ঘোষ সহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/আবু জাফর
আপনার মন্তব্য
পরবর্তী খবর