রংপুর মহানগর এলাকা সিসি ক্যামেরার আওতায় এনে সন্ত্রাস-জঙ্গিবাদ, চাঁদাবাজি, ছিনতাই দূর করার লক্ষে আরও ২৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে রংপুর সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশ। এনিয়ে ১০০ সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হল মেট্রোপলিটন এলাকা।
মঙ্গলবার দুপুরে ধাপ পুলিশ ফাড়িতে ২৫টি সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করা হয়। সিটি কর্পোরেশন মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আব্দুল আলীম মাহমুদ যৌথভাবে সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথির রসিক মেয়র মোস্তফা বলেন, সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে এসে রংপুর মহানগরী থেকে সমস্ত অপকর্ম দূর করা সম্ভব হবে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ্ব মো. মাহমুদুর রহমান টিটু, রংপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উজ্জল কুমার রায় প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার