ব্রাহ্মণবাড়িয়ায় বালু চাপা অবস্থায় রনি (১৪) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার ছয়বাড়িয়ায় নির্মাণাধীন একটি প্রজেক্টের ভেতরে বালুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রনি ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।
দুলাল মিয়া জানান, গত ৬ দিন ধরে অটোরিকশাসহ সে নিখোঁজ রয়েছে। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে তাকে খোঁজ করা হয়। কোথাও না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রনিকে মাফলার দিয়ে শ্বাসরোধে হত্যা করে বালু চাপা দেওয়া হয়েছিল।
বিডি প্রতিদিন/এমআই