সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে জুয়েল রানা (২০) নামে জঙ্গী সংগঠনের এক সক্রিয় পলাতক সদস্যকে আটক করা হয়েছে। সে পাবনার সাথিয়া থানার দাড়ামুদা পশ্চিমপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলা রয়েছে এবং সে পলাতক আসামি ছিল বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১২ মিডিয়া অফিসার প্রণব কুমার সরকার জানান, গত ২১ নভেম্বর শাহজাদপুরে অভিযান চালিয়ে ৪ জঙ্গী সদস্যকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জুয়েল রানা নামও ওঠে আসে। পরে তার বিরুদ্ধেও শাহজাদপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। কিন্তু সে পলাতক ছিল। বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলস্থ হানিফ হোটেলের সামনে অভিযান চালিয়ে জুয়েল রানাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি জেহাদ, একটি তালেবানী ও ৭টি জেহাদী লিফলেট উদ্ধার করা হয়। বিকেলে তাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন