সিরাজগঞ্জের এনায়েতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে হাজী আহসান আলী (৫৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি এনায়েতপুর থানার মৃত শীতল প্রামানিকের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, এনায়েতপুর থানার কৈজুরী গোপালপুর গ্রামের বক্কার প্রামানিকের সাথে তার ভাই আমোদ আলী প্রামানিকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক হলেও সুরাহা হয়নি। এ অবস্থায় বুধবার সন্ধ্যায় এনায়েতপুর থানার সৈয়দপুরে বক্কার গ্রæপের লোকজন আমোদ আলীর ছেলে ফজলুল হককে বেদম মারধর করছিল।
এ সময় হাজী আহসান আলী দৌড়ে গিয়ে মারপিট থামাতে গেলে তাকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় মারপিটে আরো ৫ জন আহত হয়। সংবাদ পেয়ে রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে লাশ সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করে।
এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান জানান, ময়নাতদন্ত রিপোর্ট তৈরী শেষে মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এখনও মামলা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন