দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী মেয়র প্রার্থী হওয়ায় বরগুনার বেতাগী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মহসীনকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা শেষে তিনি এ কথা জানান।
বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা বৃহস্পতিবার বিকালে বেতাগী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ সভার আলোচ্য বিষয় ছিল আগামী ২৮ ডিসেম্বর পৌরসভা নির্বাচন। উপজেলা যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগ সভাপতি আ্যাডভোকেট কামরুল ইসলাম মহারাজ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু।
আরও উপস্হিত ছিলেন বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মেয়র প্রার্থী এ বি এম গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক, আরিফ মোল্লা, বরগুনা উপজেলা যুবলীগ আহ্বায়ক আজমীর জাহান রহিম মোল্লা, যুবলীগ নেতা আ্যাডভোকেট হুমাউন কবির পল্টু, আ্যাডভোকেট আমিরুল ইসলাম মিলন।
যুবলীগ নেতৃবৃন্দ বলেন, আগামী ২৮ ডিসেম্বর বেতাগী পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্বের চেতনাবিরোধী শক্তিকে প্রতিহত করতে হবে আগামী ২৮ ডিসেম্বর জনগণের রায়ের মধ্য দিয়ে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ