মেহেরপুর শহরের সেখ পাড়ায় পৌরসভা সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি আক্তারের বাড়ি থেকে শিউলি আক্তারসহ ১৮ জন শিবির নেতাকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে শতাধিক জিহাদী বই ও ক্যালেন্ডার উদ্ধার হয়।
শনিবার বিকালে মেহেরপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি আক্তারের ভাড়া বাড়ি থেকে গোপন বৈঠক করার সময় ডিবি পুলিশের একটি দল তাদেরকে আটক করে।
মেহেরপুর ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি জুলফিকার আলীর নেতৃত্বে একটি দল পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সেখ পাড়ায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি আক্তারের বাড়ি ঘেরাও করে। এই সময় শিউলি আক্তারের বাড়িতে শিবিরের একটি গোপন বৈঠক চলছিল। বৈঠক থেকে ১৪টি সাইকেল, ৩টি মোটরসাইকেলসহ শতাধিক জিহাদী বই ও ক্যালেন্ডার উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মেহেরপুর শহরের হঠাৎ পাড়ার মেহেদী হাসান (২২), সাখাওয়াত হোসেন (২২), সদর উপজেলার আশরাফপুর গ্রামের রাজু আহমেদ (২২), আবুল হাসান (২২), মাহাবুব (১৮), কামদেবপুর গ্রামের আবুল বাশার (২০), মেহেরপুর বড় বাজার এলাকার যুবায়ের হাসান (১৫), চকশ্যামনগর গ্রামের সাইফুল ইসলাম (১৯), তাতিপাড়ার কামরুল ইসলাম (১৫), বন্দর গ্রামের আল সাইফ (১৬), আলমপুর গ্রামের ইকবাল হোসেন (১৮), হঠাৎ পাড়ার আব্দুল্লাহ (১৮), চকশ্যামনগর গ্রামের আল-হেলাল রোমান (১৪), আবু জাফর (১৬), নতুন পাড়ার হৃদয় (১৫), মাসুদ (১৫) ও কোলা গ্রামের খালিদ সাইফুল্লাহ (৪৮)।
এ ঘটনার পরপরই পুলিশ সুপার এস এম মুরাদ আলি এবং অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম সেখানে উপস্থিত হন।
পুলিশ সুপার এস এম মুরাদ আলি বলেন, শিবির কর্মীরা এখানে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য বৈঠক করছিল। তাদের বিরুদ্ধে আরো খোঁজখবর নিয়ে আইনের আওতায় আনা হবে। পরে আটক ব্যক্তিদের প্রিজন ভ্যানে করে মেহেরপুর ডিবি পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন