সমবায় সমিতিতে জামানো টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে টাকা ফেরতের দাবিতে নীলফামারীর ডোমারে সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী নারীরা। শনিবার দুপুরে ডোমার-দেবীগঞ্জ সড়কের রেলঘুন্টি এলাকায় ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা।
ভুক্তভোগী পারুল বেগম, সেফালী আক্তার, উম্মে হাবিবা নামের কয়েক জন জানান, ৮০ হাজার টাকা সমবায় সমিতিতে জমা দিলে তিন দিন পর একটি মোটরসাইকেল দেয় এবং ১৫ দিন পর সেই টাকাও ফেরত দেয়। এভাবে কয়েক জনকে বিভিন্ন সুবিধা দেয় ভোগ্যপণ্য সমবায় সমিতি নামে একটি সংস্থা। মাত্র দেড় মাসে হাজারের উপরে সদস্য যুক্ত হয় সমিতিতে।
মারুফা আক্তার, শিরিনা বেগমসহ আরো কয়েকজন বলেন, আমরা গরু-ছাগল বিক্রি করে সমিতিতে টাকা জমা করি। আমাদের টাকা নিয়ে সমিতির কর্মকর্তারা পালিয়ে গেছে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, সমিতির শুরুতে আমরা নারী সদস্যদের ওইখানে টাকা বিনিয়োগ করতে নিষেধ করি। তারা আমাদের কথা শুনেনি। থানায় কেউ অভিযোগও করছে না। অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডোমার উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম জানান, তারা সমবায় সমিতি থেকে একটি রেজিস্ট্রেশন নিয়েছেন। আন্দোলনকারীদের কয়েকজনকে ডেকেছি। তারা কিভাবে সমাধান চায় সেটা শুনবো।
বিডি প্রতিদিন/এ মজুমদার