বগুড়ায় শনিবার রাতে রাস্তার পাশ থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। পরে রাতেই ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।
বগুড়া সদর থানার এস আই মনোয়ারুল ইসলাম সবুজ জানান, গোহাইল রোডে পার্কের সামনে থেকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে তারা এই নবজাতকের মৃতদেহ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়. এক লোক রাস্তায় একটি ব্যাগ ফেলে রেখে যেতে দেখেন। একটু পরে একজন পরিচ্ছন্নতাকর্মী এসে ব্যাগ খুলে দেখতে পান নবজাতকের মৃতদেহ। পরে তারা পুলিশে খবর দেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ