গাজীপুরে কারখানার মেশিন চালু করতে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম মো: এমরাতুন মিয়া (৩০)। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার ঘনেরগাঁও গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার এস আই উৎপল জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকার একটি কারখানার ১১ নম্বর ওয়াশিং মেশিনের অপারেটর পদে চাকরি করছিলেন এমরাতুন মিয়া। তিনি শনিবার রাতের শিফটে ডিউটি করছিলেন। রাত সাড়ে আটটার দিকে হঠাৎ দেখতে না পেয়ে তাকে খুঁজতে থাকে পাশ্ববর্তী মেশিনের অপারেটর। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্টিম লাইন মেশিনের পাশে এমরাতুনকে পড়ে থাকতে দেখে।
তিনি আরও জানান, তার মাথা ও গলায় ক্ষত চিহ্ন দেখতে পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার এমরাতুনকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, স্টিম লাইন মেশিন চালু করতে গিয়ে তিনি পা পিছলে মেশিনের বেল্টের উপর পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ