বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল বারি বিশ্বাসকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলা ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুল আলম ও সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার আবুল কাশেম মরহুমের মরদেহে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিতসহ পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় মেহেরপুর পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম সালাম গ্রহণ করেন।
উল্লেখ্য, গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মেহেরপুর শহরের সাহাজী পাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ