টেকনাফে ৯ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫। গতকাল শনিবার সন্ধ্যায় পৌরসভার কায়ুকখালী পাড়া থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন, সাবরাং ইউনিয়নের পেন্ডল পাড়ার আব্দুস সালামের ছেলে হেলাল উদ্দিন (২৭) ও রুহুল্লা ডেপা এলাকার মৃত হোসেন আহাম্মদের ছেলে নুর মোহাম্মদ (২০)।
এ বিষয়ে কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার কায়ুকখালী পাড়া বাঁশের গুদামের সামনে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছে ৯ হাজার ৬৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও বলেন, মাদক বহনের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পাশাপাশি তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর