যশোরে ৫ লাখ ইউএস ডলারসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। এসময় হুন্ডি ব্যবসায়ীর ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। দেশীয় মুদ্রায় উদ্ধার হওয়া ডলারের মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।
আজ রবিবার দুপুরে বিজিবি’র যশোরস্থ ৪৯ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে এক প্রেস-ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শার্শা উপজেলার উলশি এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে মোট পাঁচ লাখ ডলার জব্দ করা হয়। দেশীয় মুদ্রায় এর মূল্য চার কোটি ৪০ লাখ ৫ হাজার তিনশ’ টাকা।
এসময় গাড়িতে থাকা চাঁদপুরের হৃদয় মিয়া ও কুমিল্লার আশরাফুল ইসলামকে আটক করা হয়। আটক দু’জন জিজ্ঞাসাবাদের সময় স্বীকার করেছেন যে তারা হুন্ডি ও সোনা চোরাচালানের সাথে জড়িত। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হবে বলে জানান বিজিবি অধিনায়ক।
বিডি প্রতিদিন/আবু জাফর