বাংলাদেশ সচিবালয়ের সঙ্গে সচিবালয়ের বাইরে কর্মরত কর্মচারীদের পদবী ও বেতন বৈষম্য নিরসনকল্পে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
আজ রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বিএআরআই) কর্মচারীরা কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ বিএআরআই শাখার সভাপতি মো. মাহাতাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা সচিবালয়ের বাইরের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সমমর্যাদার সকল কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নিয়ে বৈষম্য দূর করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর