আসন্ন ২৮ডিসেম্বর প্রথম দফা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নারকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচন করার অপরাধে কুড়িগ্রাম জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর সিদ্দিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
তার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগ করা হয়েছে।
রবিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নয়াপল্টন কার্যালয় থেকে প্রেরিত কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক কুড়িগ্রাম জেলা বিএনপি'র সহ-সভাপতি আবু বকর সিদ্দিককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে বিএনপির বিদ্রোহী প্রার্থী আবু বকর সিদ্দিককে ফোন করলে তাকে পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন