বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে চক্রান্ত ও ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখা।
বঙ্গবন্ধুর সম্মান রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করে আয়োজিত মানববন্ধনের মাধ্যমে শিক্ষকরা প্রতিবাদ জানায়।
রবিবার দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা।
এসময় দিনাজপুর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাতলুবুল মামুনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শিক্ষক সমিতি দিনাজপুরের সভাপতি আহসানুল হক মুকুল বক্তব্য রাখেন।
আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক হিরন্বয় দত্ত, কোষাধ্যক্ষ এ কে এম ফজলুল হক, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক মো. মাসউদ আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই