বোরে ধানের মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গণসংহতি আন্দোলন জেলা শাখার আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মারুফ আহম্মদ, ইয়াসমিন সুলতানা, আরিফুর রহমান ও হাসিব আহম্মদ প্রমুখ।
বক্তারা বলেন, বোরো ধানের মৌসুমে চালের দাম অস্বাভাবিক বেড়েছে। সেই সাথে ডাল ও তেলের দামও বেড়েছে। বক্তারা চালের দাম নিয়ন্ত্রণ এবং কৃষকের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করাসহ অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এমআই