ফরিদপুরে স্থানীয় সরকার, সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে নলেজ শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বেসরকারী উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম (বিএফএফ) কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়।
বিএফএফ’র আয়োজনে এবং এএলআরডি’র সহযোগীতায় ‘বাংলাদেশের ভূমিহীন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ভূমিস্বত্ব এবং যৌথ কৃষি চর্চা’ প্রকল্পের আওতায় ফরিদপুরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে মাঠ পর্যায়ে সংগঠিত সমিতি সমূহের নেতৃবৃন্দদের নিয়ে এ নলেজ শেয়ারিং সভাটি অনুষ্ঠিত হয়।
বিএফএফ’র পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান, বিএফএফ’র প্রোগ্রাম অফিসার ফারজানা আক্তার, সংগঠিত কৃষাণী সমিতির শাহনাজ বেগম, নাসিমা বেগম প্রমুখ।
সভায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের সেবার বিশদ বর্ণনা করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আগত অতিথিরা। এ শেয়ারিং সভায় ফরিদপুর সদর উপজেলার সংগঠিত কৃষাণী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন