ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ১৪ নম্বর মহেষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী রানা চৌধুরীর বিরুদ্ধে স্কুলের অফিস কক্ষে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে নৈশ প্রহরী রানার মাদক সেবনের একটি ভিডিও পাওয়া যায়।
ভিডিওটিতে দেখা যায়, রাতের অন্ধকারে অফিস রুমে স্থানীয় কয়েকজন যুবককে নিয়ে প্রধান শিক্ষকের চেয়ারে বসে ইয়াবা সেবন করছেন স্কুলের নৈশ প্রহরী রানা।
স্থানীয়রা জানান, রানা মহেষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরীর চাকরি করার আগে থেকেই মাদকের সাথে জড়িত ছিলেন।
তিনি প্রতিদিন রাতে স্কুলে মাদক ও জুয়ার আড্ডার আসর বসান। এর আগেও তার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ প্রধান শিক্ষককে দেওয়া হয়েছে। কিন্তু তিনি বিষয়টি আমলে নেননি।
তবে ইয়াবা সেবনের বিষয়ে জানতে চাইলে স্কুলের নৈশ প্রহরী রানা চৌধুরী কথা বলতে রাজি হননি।
এ ব্যাপারে প্রধান শিক্ষক শামসুল হক বলেন, আমি রানার ইয়াবা সেবনের অভিযোগ পেয়েছি। স্কুল খুললেই ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ বলেন, আমি এই মাত্র শুনলাম। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই