বরিশাল নগরীর বিমান বন্দর থানার উত্তর রায়পাশা হাসপাতাল রোড জামে মসজিদের সামনে থেকে ৭৮০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র্যাব-৮। গত বুধবার রাতে তাদের আটক করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরন করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো নগরীর চহঠা এলাকার মৃত আব্দুল মালেক হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার, নগরীর করমজা এলাকার খলিল হাওলাদারের ছেলে রাজু হাওলাদার এবং নগরীর মঙ্গলহাটা এলাকার মানিক মিয়ার ছেলে রিমন মিয়া।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে উত্তর রায়পাশা হাসপাতাল রোড জামে মসজিদের সামনে সড়কে অভিযান চালিয়ে ৭৮০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১৬ হাজার টাকা সহ ওই ৩ জনকে আটক করে র্যাব-৮। এ ঘটনায় র্যাবের ডিএডি জিল্লুর রহমান বাদী হয়ে ওই ৩ জনকে আসামী করে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার