মাগুরায় শীতার্ত হতদরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে সময় ফাউন্ডেশনের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।
গণমানুষের নেতা মরহুম অ্যাডভোকেট আছাদুজ্জামানের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংস্থাটি ৫ শতাধিক হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ ও চক্ষু শিবিরের আয়োজন করে।
শহরের শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন। এ সময় মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সময় ফাউন্ডেশনের ব্যবস্থাপক রেওয়ান শাহনেয়াজ সুজিত, ফাউন্ডেশনের সভাপতি ইমরান চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সুমন ও জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় ৫ শতাধিক হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ ও বিশেষজ্ঞ চক্ষু ডাক্তার শাহেদ হায়দার চৌধুরী এ ক্যাম্পে ৫০ জন চক্ষু রোগীকে দেখেন ও তাদের মাঝে ওষুধ বিতরণ করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর