কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনকে বিদায় সংবর্ধনা দিয়েছে মহেশখালী উপজেলা প্রশাসন। মহেশখালী উপজেলা পরিষদের হলরুমে গতকাল রবিবার দুপুরে এই সংবর্ধনা দেওয়া হয়।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মাহাফুজুর রহমানের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরীফ বাদশা, সহকারী কমিশনার (ভূমি) সুইচিং মং মারমা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ইউপি চেয়ারম্যানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনকে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব হিসেবে বদলী করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর