নোয়াখালীর সূবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ সখিনা খাতুন ঝর্ণা(৩৫) ওই ইউনিয়নের চরবাটা গ্রামের আহসান উল্যা বাড়ির ছলিম উল্যার স্ত্রী। তিনি ৫ সন্তানের জননী।
জানা যায়, স্বামী ছলিম উল্যা দ্বিতীয় বিয়ে করায় স্ত্রী ঝর্ণার সাথে মনোমালিন্য সৃষ্টি হয়।
রবিবার সকালে ঘরের আড়ার সাথে ঝর্ণার ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জনান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন