শরিয়াহভিত্তিক বিনিয়োগের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার প্রায় ৩ হাজার গ্রাহকের ৮ কোটি ৮২ লাখ টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে এবং প্রতারকদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছে প্রতারিত গ্রাহক ও মাঠকর্মীরা। রবিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে দুই শতাধিক নারী ও পুরুষ অংশ নেন।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, আল হামীম পাবলিক লিমিটেড নামে একটি কোম্পানি বিভিন্ন সঞ্চয় প্রকল্পের নামে সাধারণ মানুষের কাছে অর্থ সংগ্রহ করে মেয়াদ শেষে অফিস ও কর্মকান্ড গুটিয়ে নিয়েছে। কাগজপত্রে ইসলামি শরীয়াহ মোতাবেক ব্যবসা পরিচালনা ও লাভ লোকসানের ভিত্তিতে মুনাফা দেয়ার কথা বলা হলেও কর্মীরা দ্বিগুণ লাভের কথা বলে এসব নিরীহ মানুষকে প্রলুব্ধ করে। এমনকি টাকা গ্রহণের পর মাত্র ১৫ টাকার স্ট্যাম্পে বিনিয়োগ চুক্তিনামা দেখিয়ে ধোকা দেয়া হয় সরলপ্রাণ মানুষদের।
প্রতারিত গ্রাহকরা কোম্পানির এমডি এনামুল কবীর ও সহযোগীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দেয়ার দাবি জানান। শেষে এসব বিক্ষুব্ধ মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এসব প্রতারকদের প্রসঙ্গে বলেন, সবকিছু শুনলাম ও জানলাম। তদন্ত করে এরকম প্রতারণামূলক বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।
এরপর বিক্ষুব্ধরা জেলা পুলিশ সুপারের কাছে গিয়ে তাদের বিরুদ্ধে স্মারকলিপি দেন এবং সংশ্লিষ্ট থানায় মামলা নেয়ার ব্যাপারে পুলিশ সুপারকে অনুরোধ জানান। পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা তাদের স্মারকলিপি গ্রহণ করে আইনগত সহায়তার আশ্বাস প্রদান করেন।
বিডি প্রতিদিন/হিমেল