বীর মুক্তিযোদ্ধা মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের স্মরণে তাঁর নিজ জেলা নেত্রকোনায় প্রদীপ প্রজ্জ্বলন হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের ছোটবাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেত্রকোনা সাহিত্য সমাজ এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে শহরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
প্রদীপ প্রজ্জ্বলন শেষে গণজাগরনের গান পরিশেন করেন স্থানীয় শিল্পীরা। গানের ফাঁকে ফাঁকে নারী আন্দোলনের অগ্রসেনানী আয়শা খানমের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন বিভিন্ন সামজিক সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
আয়শা খানম (৭৪) গত শনিবার ভোরে ঢাকার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরে নেত্রকোনা শহরের কাটলি এলাকায় অন্বেষা বিদ্যালয় প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন, রাষ্ট্রীয় সম্মাননা ও জানাজা শেষে স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়। আয়শা খানমের জন্ম নেত্রকোনা সদর উপজেলার কালীয়ারা গাবড়াগাতি এলাকায় ১৯৪৭ সালের ১৮ অক্টোবর।
বিডি প্রতিদিন/হিমেল