বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১টায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবাইদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাত, পৌর সভাপতি মনির হোসেন রাজ্জাক উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোস্তাক বিল্লাহ রূপম, কলেজ শাখা সভাপতি বায়জিদ শিকদার, সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইম ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এমআই