নানা কর্মসূচির মধ্যদিয়ে টাঙ্গাইলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ সোমবার সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, পৌর মেয়র জামিলুর রহমান মিরনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর