নেত্রকোনায় মগড়া নদীর পাড় থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ।
সোমবার সকালে পৌর শহরের হোসেনপুর আন্তঃজেলা বাস টার্মিনালের অদূরে মগড়া নদীর পাড়ে কলাগাছের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে, ভোরের দিকে অথবা সকালের দিকে কেউ হয়তো নবজাতকের মরদেহ ফেলে রেখে গেছে। শিশুটির মাথা ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ছেলে শিশুটির বয়স আনুমানিক সাত থেকে আট মাসের হতে পারে।
বিষয়টি নিশ্চিত করে মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুল জলিল জানান, সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের মাধ্যমে ডিএনএ পরীক্ষা করে অপরাধী শনাক্ত করা হবে।
বিডি প্রতিদিন/এমআই