শেরপুরে ড্রিমল্যান্ড স্পেশাল সার্ভিসের বাস ময়মনসিংহে আটকে দেওয়ার প্রতিবাদে ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল আবার শুরু হয়েছে। আজ ৪ জানুয়ারি সোমবার সকালে শহরের গৌরীপুর এলাকার পৌর বাস টার্মিনাল থেকে সোনার বাংলা সার্ভিস ও নবীনগর অস্থায়ী বাস টার্মিনাল থেকে অন্যান্য সার্ভিসের বাস চালুর মধ্য দিয়ে ধর্মঘটের অবসান হয়।
তবে নতুন ভাবে চালু হওয়া ড্রিমল্যান্ড স্পেশাল সার্ভিসের বাস চলাচল বন্ধ আছে। জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তফা আজ সকাল থেকে বাস চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল