বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার কামাল চৌধুরীর বাসভবনস্থ মাঠে উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুন-অর-রশিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, পালংখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাব উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুুবদলের সভাপতি মো. কাইয়ুম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আমিন দূর্জয়, হ্নীলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ, সদস্য সচিব রফিকুল আলম চৌধুরী, টেকনাফ উপজেলা শ্রমিকদলের সভাপতি হোসেন মোহাম্মদ আনিম, পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুর রশিদ, হোয়াইক্যং দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মৌলানা মো. শুক্কুর, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মুনাফ মুন্নাসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/হিমেল